উখিয়ায় ২ রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহতরা হলেন, ক্যাম্পের ব্লক সাবমাঝি (কমিউনিটি লিডার) মোহাম্মদ ইউনুস (৩৫) ও হেডমাঝি মো. আনোয়ার (৩৮)।
আজ শনিবার সন্ধ্যা ৬টায় পালংখালী ইউনিয়নের বালুখালী ১৩ নম্বর ক্যাম্পের ১৮/এ ব্লকে এই ঘটনা ঘটে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারি পুলিশ সুপার মো. ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৮/এ ব্লকে ১৫ থেকে ২০ জনের একটি দুষ্কৃতিকারী দল ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার ও সাবমাঝি মৌলভী মোহাম্মদ ইউনুসের ওপর হামলা চালায়। এসময় মাঝিরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেছিলেন। দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলে সাবমাঝি মো. ইউনুস মারা যান।'
'পরে রাত ৯টার দিকে গুরুতর আহত হেডমাঝি আনোয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন,'' বলেন তিনি।
এএসপি ফারুক জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Comments