বরিশালে ধর্ষণ মামলায় পুলিশের এসআই কারাগারে

বরিশাল
স্টার অনলাইন গ্রাফিক্স

নারীকে ধর্ষণের অভিযোগে বরিশাল কোতয়ালী মডেল থানার স্টিমারঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার আবুল বাশার বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার বাসিন্দা।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম বলেন, উপপরিদর্শক আবুল বাশারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর উপপরিদর্শক আবুল বাশারের সঙ্গে একটি অভিযোগের বিষয়ে পরিচয় হয় ভুক্তভোগী বাদীর। ১৩ অক্টোবর অন্য একটি মামলার বিষয়ে কথা বলতে আবুল বাশারকে ফোন করেন বাদী। তখন বাদীর অবস্থান জানতে চান আবুল বাশার। বাদী তার অবস্থান জানালে সেখানে যান। ভুক্তভোগীকে আইনি পরামর্শের কথা বলে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন তিনি।

এর আগে স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুল বাশারের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজির অভিযোগ ছিল। পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত অবস্থায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি।

ওসি জানান, ভুক্তভোগী নারী পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামকে বিষয়টি জানালে পুলিশ কমিশনারের নির্দেশে মামলা হয় এবং আসামিকে গ্রেপ্তার করা হয়।

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

26m ago