বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর পোস্ট, কলেজছাত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে দিনাজপুরে এক কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
দিনাজপুর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে দিনাজপুরে এক কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

গতকাল সোমবার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের আজগর আলীর ছেলে মশিউর রহমানের (২২) বিরুদ্ধে মামলা হয়।

মশিউর দিনাজপুরের আদর্শ কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, সোমবার রাতে মশিউরকে আসামি করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার ফারুক উল আলম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত রোববার অভিযুক্ত তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বঙ্গবন্ধুকে অবমাননা করে পোস্ট দেন। পোস্টটি হাসপাতালের কর্মকর্তা ও সরকারের জন্য মানহানিকর বলে উল্লেখ করা হয়।

মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার ফারুক উল আলম বলেন, পোস্টটি হাসপাতালের কর্মকর্তাদের নজরে এলে তারা মামলা করার সিদ্ধান্ত নেন। এর বেশি কথা বলতে অস্বীকৃতি জানান তিনি।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল আলম জানান, মামলার পর পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Comments