নাটোরের সিংড়ার সেই ফরিদ মেম্বারের মরদেহ সিরাজগঞ্জে উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি সুকাশ ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলামের মরদেহ সিরাজগঞ্জের সলঙ্গায় উদ্ধার করেছে পুলিশ।
ফরিদুল ইসলাম
ফরিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি সুকাশ ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলামের মরদেহ সিরাজগঞ্জের সলঙ্গায় উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরিদুল ইসলাম (৫৫) সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার উপপরিদর্শক রাশেদ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের বোয়ালিয়া এলাকা থেকে ফরিদুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।'

তিনি জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে এলাকাবাসী সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গত ৯ অক্টোবর সিংড়ায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন নিহত হন। ওই ঘটনায় আহত আরও ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রুহুল আমিন মারা যান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বামিহাল এলাকায় আওয়ামী লীগ নেতা আফতাব ও ফরিদ উদ্দিনের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'সিরাজগঞ্জে নিহত আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি।'

Comments