চাপ নয়, বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নৌকা সরানো হয়েছে: ইসি

কোনো চাপ নয় বরং বিভ্রান্তি এড়াতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানো হয়েছে।
আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠকের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, 'ওয়েবসাইট থেকে সরানো হলেও নৌকা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে। তবে এটা আর কেউ ব্যবহার করতে পারবে না।'
তিনি আরও বলেন, 'প্রতীকের তফসিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে।'
আখতার আহমেদ বলেন, 'জনমনে সম্প্রতি কিছু কথাবার্তা দেখা যাচ্ছে নৌকা প্রতীক নিয়ে। এই বিভ্রান্তি যেন না থাকে বা এ ধরনের কোনো কনফিউশন যেন না থাকে সেজন্য কমিশন এটাকে সরিয়ে দিয়েছে। এর বাইরে আর এর কোনো কারণ নেই।'
'তবে সিডিউলে (নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮) নৌকা থাকবে। কিন্তু সেই নৌকাটা সংরক্ষিত থাকবে বা এটা আর কেউ ব্যবহার করতে পারবে না,' বলেন তিনি।
কোনো চাপে নৌকা প্রতীক সরানো হয়েছে কি না, জানতে চাইলে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, 'ইলেকশন কমিশনে যদি চাপে থাকবে তাহলে আমি কথা বললাম কেন? কোনো চাপ বা কিছু নেই।'
Comments