চাঁদপুরে ৪ হাজার কেজি মা ইলিশসহ ৭৯৫ জেলে আটক

চাঁদপুরে গত ৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ১৩ দিনে ৪ হাজার ২২৬ কেজি মা ইলিশসহ ৭৯৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।
নৌ পুলিশের অভিযান। ছবি: আলম পলাশ

চাঁদপুরে গত ৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ১৩ দিনে ৪ হাজার ২২৬ কেজি মা ইলিশসহ ৭৯৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

তাদের কাছ থেকে ২১ কোটি ৯৬ লাখ ৬৬ হাজার ১১২ মিটার জাল, ২৩৭টি নৌকা, ৭টি ট্রলার, ১টি স্পিডবোট জব্দ করা হয়েছে।

এরমধ্যে বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত ১৫১ কেজি মা ইলিশসহ ৪১ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৯টি মাছ ধরার নৌকা, ১ লাখ ৮৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।

মোহাম্মদ কামরুজ্জামান বলেন, চাঁদপুর নৌ অঞ্চলে নৌ পুলিশের একাধিক দলের অভিযানে এসব মাছ, জাল ও নৌকাসহ জেলেদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদের বিরুদ্ধে ১০৫টি মামলা দায়ের করা হয়। অধিকাংশ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে বেশ কিছু জেলে কিশোর হওয়ায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মা ইলিশ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, 'এবারের মা ইলিশ রক্ষায় সবচেয়ে বেশি তৎপর ছিল নৌ পুলিশ। তাদের পাশাপাশি নৌ বাহিনী, কোস্টগার্ডও ব্যাপক অভিযান চালায়। এ ছাড়া জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মৎস্য বিভাগও পৃথক ও যৌথ অভিযান পরিচালনা করে।' 

Comments