ডেঙ্গু প্রকোপে দামের ঊর্ধ্বগতি

ডাব কেনা-বেচার পাকা ভাউচার রাখতে হবে: ভোক্তা অধিদপ্তর

ডাবের দাম
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডাবের দামের ঊর্ধ্বগতির রাশ টানতে কেনা-বেচার পাকা ভাউচার রাখার নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ানবাজারের টিসিবি ভবনে ডাবের পাইকারি বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ নির্দেশ দেন।

তিনি বলেন, 'সারা দেশে ডাবের যে ক্রয়-বিক্রয় হয়; ক্রয় কত, বিক্রয় কত—ব্যবসায়ীদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের প্যাডে পাকা ভাউচার রাখতে হবে।'

তিনি বলেন, 'বাংলাদেশে ব্যবসা করতে হলে এই কথাগুলো জানতে হবে। ভোক্তা অধিকার আইন অনুযায়ী এটা বাধ্যতামূলক। এখন এটা আমরা শক্তভাবে ধরছি।'

ব্যবসায়ীদের উদ্দেশে অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, 'টোটাল ব্যবসায়ী সমাজকে আপনারা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং এটা কোনোভাবেই হওয়া উচিত না। আমরা ব্যবসাকে প্রমোট করছি কিন্তু যে ব্যবসায়ী অসাধু বা যে ব্যবসায়ী এসব কাজের সঙ্গে লিপ্ত তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। তাদের বিরুদ্ধে আমরা কাজ করে যাব।'

'ডেঙ্গুর মতো একটা সেনসিটিভ জায়গায় মানুষের পকেট কেটেছে। এটা কি ভালো,' প্রশ্ন রাখেন তিনি।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

1h ago