চবিতে যৌন নিপীড়ন: ১ ছাত্রলীগকর্মীর জামিন আবেদন নামঞ্জুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় নুরুল আবছার নামের ১ ছাত্রলীগকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রামের আদালত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় নুরুল আবছার নামের ১ ছাত্রলীগকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রামের আদালত।

আজ রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

নুরুল আবছার একই বিশ্ববিদ্যালয়ের নৃ–বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়।

আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, আসামি নুরুল আবছারের জামিনের আবেদন করে তার আইনজীবী। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ১৭ জুলাই রাতে চবি ক্যাম্পাসে ৫ জন ১ নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও মারধর করেন বলে অভিযোগ উঠে। এ সময় তার সঙ্গে থাকা ১ বন্ধু প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। ১ দিন পর এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা হয়। 

২৩ জুলাই চবির ২ শিক্ষার্থী ও হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীসহ ৫ জনকে ২৩ জুলাই গ্রেপ্তার র‌্যাব-৭। ওই ৫ জন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানায় র‍্যাব।

তারা হলেন মোহাম্মদ আজিম (২৩), নুরুল আবছার বাবু (২২), নূর হোসেন শাওন (২২), মাসুদ রানা (২২) ও সাইফুল ইসলাম (২৪)। তাদের মধ্যে মাসুদ রানা এবং নূর হোসেন শাওন হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী। ঘটনার পর চবি কর্তৃপক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের বহিষ্কার করেছে।

 

Comments