চবির মূল ক্যাম্পাসে ফিরেছে চারুকলা, ক্লাস শুরু ২২ মে

প্রাথমিকভাবে চারুকলা ইনস্টিটিউটের ৪১টি কক্ষের আসবাবসহ অন্যান্য জিনিসপত্র মূল ক্যাম্পাসে স্থানান্তর করা হচ্ছে। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মূল ক্যাম্পাসে ফিরছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট। ইতোমধ্যে আসবাবপত্র স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২২ মে থেকে ক্লাস শুরু হবে।

আজ মঙ্গলবার সকাল থেকেই চারুকলা ইনস্টিটিউটের আসবাবপত্র ও উপকরণ ক্যাম্পাসে নেওয়ার কার্যক্রম শুরু হয়।

প্রাথমিকভাবে চারুকলা ইনস্টিটিউটের ৪১টি কক্ষের আসবাবসহ অন্যান্য জিনিসপত্র মূল ক্যাম্পাসে স্থানান্তর করা হচ্ছে। বাকি নয়টি কক্ষে পরীক্ষা চলমান থাকায় পরবর্তীতে সরানো হবে।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চারুকলা মূল ক্যাম্পাসে ফিরেছে। এটি আমাদের জন্য এক আনন্দের মুহূর্ত। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের যৌক্তিক দাবি আদায়ে কয়েক বছর ধরে আন্দোলন করেছি। অবশেষে সেই দাবির বাস্তবায়ন দেখতে পাচ্ছি। আমরা বর্তমান প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রশাসনের ঘোষণার পর আমাদের চারুকলা মূল ক্যাম্পাসে ফিরছে। এটি আমাদের জন্য আনন্দের বিষয়। আমাদের ক্যাম্পাসে আমরা এখন থেকে ক্লাস করতে পারব। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করেছে।'

চারুকলা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহেল রানা বলেন, 'আমাদের এই আন্দোলন এক-দুই দিনের নয়। দীর্ঘ আড়াই বছর ধরে আমরা এই আন্দোলনে যুক্ত। এর পেছনে রয়েছে আমাদের অসংখ্য শিক্ষার্থীর ত্যাগ ও সংগ্রাম। সেশনজটের আশঙ্কা উপেক্ষা করেও অধিকার আদায়ে অবিচল থেকেছি। অবশেষে চারুকলা ক্যাম্পাসে ফিরছে, সবকিছু মিলিয়ে এটি আমাদের জন্য এক অসাধারণ অনুভূতি।'

প্রোক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার বলেন, 'চারুকলা মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের এই দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত। আগামী ২২ মে থেকে মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।'

এর আগে, গত ২১ এপ্রিল দুপুরে চারুকলা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এরপর দুপুর ৩টা থেকে তারা আমরণ অনশনের ডাক দেন। শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে চারুকলাকে বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর না করা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবে। তারই পরিপ্রেক্ষিতে গত ২২ এপ্রিল জরুরি সিন্ডিকেট সভার ডাক দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৫৬১তম সিন্ডিকেট সভায় চারুকলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

3h ago