মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে আহত

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় নাটোরে এক বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।
নাটোর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় নাটোরে এক বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আল আমিন (২৫) পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী পরিবার জানান, দীর্ঘদিন ধরে আল আমিন মেয়েটিকে উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে গত ২২ অক্টোবর থানায় একটি অভিযোগ করে পরিবার।

তার জের ধরে আজ সকালে আবারো উত্যক্ত করে আল আমিন। এ সময় ভুক্তভোগী মেয়ের বাবা প্রতিবাদ করলে আল আমিন সিরাজ ভুইয়াকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরিবারের লোকজন তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।

আলামিন শ্রীধরপুর মুচির মোড় এলাকার আবুবক্করের ছেলে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এই বিষয়ে মামলা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

Comments