শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের নাম ভাঙিয়ে প্রতারণা, মামলা

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাবেক অফিস সেক্রেটারি মজিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
ছবি: সংগৃহীত

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাবেক অফিস সেক্রেটারি মজিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

পরিষদের বর্তমান অফিস সেক্রেটারি সজল মাহমুদ বাদী হয়ে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ সিদ্দিকীর আদালতে মামলাটি দায়ের করেন।

সূত্র জানিয়েছে, বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত পরবর্তীতে আদেশ দেবেন।

এজাহারে সজল উল্লেখ করেছেন, প্রতারণার উদ্দেশ্যে মজিবুর রহমান রাজধানীর কাকরাইল এলাকায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নাম ব্যবহার করে নতুন একটি অফিস স্থাপন করেছেন। কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়েছেন।

মজিবুর রহমান ২০১৯ সালের ৬ আগস্ট সমাজসেবা অধিদপ্তর থেকে পরিষদের নিবন্ধন নেন। প্রতারণার অভিযোগ ওঠায় পরের বছরের ২০ আগস্ট সেই নিবন্ধন বাতিল হয়ে যায়।

Comments