পাবনায় আত্মসমর্পণকারী চরমপন্থি সদস্যকে গুলি করে হত্যা

পাবনার আটঘরিয়া উপজেলায় সাবেক এক চরমপন্থি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাবনার আটঘরিয়া উপজেলায় আত্মসমর্পণ করা এক চরমপন্থি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার একদন্ত অলির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুসা খান (৩৫) পুলিশের তালিকাভুক্ত চরমপন্থি সদস্য। ২০১৯ সালে অন্যান্য চরমপন্থিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি আত্মসমর্পণ করেছিলেন। তার বাড়ি আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া দিয়ারপারায়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, বুধবার বিকেলে একদন্ত অলির মোড়ে একটি চায়ের দোকানে ক্যারাম খেলছিলেন মুসা। বিকেল ৫ টার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুলিতে ঘটনাস্থলেই মারা যান মুসা।

পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ২০১৯ সালে আত্মসমর্পণের পর থেকে মুসা স্বাভাবিক জীবন যাপন করছিলেন।

হত্যাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Comments