নগরবাড়ী বন্দরে আধিপত্য নিয়ে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫

নগরবাড়ী বন্দর। ছবি: সংগৃহীত

পাবনার বেড়া উপজেলায় নগরবাড়ী বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

জেলার সবচেয়ে ব্যস্ততম এই বন্দরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও বন্দর সূত্র জানায়, বন্দরের শ্রমিক নিয়ন্ত্রণ কার্যালয়ের দখল নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা শরীফুল ইসলাম মিন্টু ও উপজেলা যুবদল নেতা রাজ্জাক ফকিরের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।

নগরবাড়ী বন্দর কর্মকর্তা আব্দুল ওয়াকিল জানান, সোমবার দুপুরে বন্দরের অফিসের সামনে উভয়পক্ষের সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষের ফলে বন্দরের নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্জাক ফকিরের চাচা আব্দুল গনি ফকির দাবি করেন, সংঘর্ষের জন্য তারা দায়ী নন।

তিনি বলেন, 'মিন্টুর অনুসারীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমার ভাতিজাসহ অনেকেই আহত হয়েছে।'

বিএনপি নেতা শরীফুল ইসলাম মিন্টু অভিযোগ অস্বীকার করে রাজ্জাক ফকির ও তার অনুসারীদের দায়ী করেন।

এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে।

পাবনার সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল করিম বলেন, 'সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।'

তিনি আরও বলেন, 'অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো এই ঘটনায় কোনো মামলা হয়নি।'

Comments

The Daily Star  | English

Venezuela says 66 children 'kidnapped' by the United States

Caracas is demanding the children be handed over to Venezuelan authorities so they can be repatriated.

24m ago