মায়ের ভরণপোষণ না দেওয়ায় সরকারি কর্মকর্তা ও তার স্ত্রী গ্রেপ্তার
ঝিনাইদহে মায়ের ভরণপোষণ না দেওয়ায় এক সরকারি কর্মকর্তা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, 'ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দেন না দীর্ঘদিন। এ বিষয়ে কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকিও দিচ্ছেন তিনি।'
এ ঘটনায় জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেন।
আদালতের নির্দেশে গতকাল থানায় মামলা হলে রাতে অভিযুক্ত সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।
Comments