যাত্রাবাড়ীতে ‘অজ্ঞান পার্টির খপ্পরে’ প্রাণ গেল রিকশাচালকের

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চেতনানাশকে অজ্ঞান অবস্থায় আকবর হোসেন (৪৫) নামে এক রিকশাচালক মারা গেছেন।

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চেতনানাশকে অজ্ঞান অবস্থায় আকবর হোসেন (৪৫) নামে এক রিকশাচালক মারা গেছেন।

গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশের ধারণা, আকবর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। তার ব্যাটারিচালিত রিকশাটিও নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান জানান,আকবর ভোলার লালমোহন উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে কাজলা নতুন রাস্তা কাঠেরপুল এলাকায় থাকতেন তিনি। গত শুক্রবার রাত পৌনে ২টার দিকে কে বা কারা আকবরকে অচেতন অবস্থায় কাজলা নতুন খালপাড় মসজিদের পাশের রাস্তায় ফেলে রেখে যায়। পরিচিতরা দেখতে পেয়ে সেখান থেকে তাকে তার কাজলার বাসায় নিয়ে যান।

অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকালে আকবরকে মুগদা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়।

এসআই আরও বলেন, 'ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে চেতনাশক কিছু খাইয়ে তার ব্যাটারিচালিত রিকশা ও টাকাপয়সা ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য বিষয় আমরা তদন্ত করে দেখছি।'

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।  

Comments