টিকিট কালোবাজারি: ‘সহজ’র সাবেক প্রকৌশলীসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনায় দায়ের করা মামলায় সহজ ডটকমের সাবেক প্রকৌশলীসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ।

ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনায় দায়ের করা মামলায় সহজ ডটকমের সাবেক প্রকৌশলীসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ।

ওই ২ জন হলেন— সহজ ডটকমের সাবেক সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম রেজা ও তার সহযোগী এমরানুল হক সম্রাট।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহজাহান গত ২৫ অক্টোবর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন।

বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ধারা ২৫(ঘ) (ব্ল্যাক মার্কেটিং) এর অধীনে চার্জশিট জমা দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, ওই ২ আসামির বিরুদ্ধে কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং এ ধরনের অপরাধে তাদের বিচারের আওতায় আনা উচিত বলে উল্লেখ করা হয়।

গত ঈদের আগে সোশ্যাল মিডিয়ায় ট্রেনের টিকিট ফুরিয়ে যাওয়ার অভিযোগের পরপরই র‌্যাব-১ এর একটি দল কমলাপুর রেলস্টেশনের দ্বিতীয় তলায় অনলাইন টিকিটের সার্ভার রুমে অভিযান চালায়। পরে গত ২৭ এপ্রিল তারা চাঁদপুর থেকে রেজাউল করিমকে এবং একই দিনে কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এমরানুলকে আটক করে।

র‌্যাব তাদের স্মার্টফোন থেকে অবৈধভাবে সংগ্রহ করা বিপুল সংখ্যক ই-টিকিট জব্দ করেছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, রেজাউল করিম তার ঘনিষ্ঠজনদের সমন্বয়ে একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রতি টিকিটের জন্য অতিরিক্ত ৫০০ টাকা করে নিয়ে অবৈধভাবে টিকিট বিক্রি করতেন। একইসঙ্গে কিছু ক্ষেত্রে তিনি প্রতিটি টিকিটের জন্য অতিরিক্ত ১ হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত চার্জ করে কালোবাজারে টিকিট বিক্রি করেন।

এ ঘটনার পর র‌্যাব-১ এর সুবেদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গত ২৯ এপ্রিল ২ আসামির বিরুদ্ধে মামলা করেন।

Comments

The Daily Star  | English

$8b climate fund rolled out for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

10h ago