শার্শায় ভ্যানচালককে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছিল দুর্বৃত্তরা

যশোরের শার্শা উপজেলায় মনির হোসেন (৩২) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রেখেছিল দুর্বৃত্তরা।
স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের শার্শা উপজেলায় মনির হোসেন (৩২) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রেখেছিল দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বেড়ী নারায়ণপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শার্শা থানার পরিদর্শক (তদন্ত) এসএম আকিকুল ইসলাম।

মনির বেড়ী নারায়ণপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মনিরের সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, গভীর রাতের কোনো এক সময় তাকে পিটিয়ে হত্যা করে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিদর্শক এসএম আকিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে স্থানীয় আম বাগান থেকে মনিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।'

Comments