চট্টগ্রামে পানির ট্যাংক থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় পানির ট্যাংক থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় পানির ট্যাংক থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেলে পুলিশ বন্দরটিলার আয়শার মার গলির একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সর্জিনা আক্তার (২০) বাড়ি পটুয়াখালী জেলার বাউফলের কেশবপুরে। তিনি ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই ৮ মাসের ছেলে শিশুকে বাসায় রেখে গা ঢাকা দিয়েছে স্বামী হাসান।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (এসি-বন্দর) মো. মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাসান পেশায় একজন রাজমিস্ত্রি। গতকাল হাসান তার ছেলেকে নিয়ে ইপিজেড থানায় এসে পুলিশকে জানায় তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইপিজেড থানায় এই ঘটনায় সে নিজেই একটি নিখোঁজ ডায়েরিও করেছে।'

'শনিবার বিকেলে ওই ভবনের বাসিন্দারা বাড়িওয়ালাকে জানায়, পানি থেকে পচা দুর্গন্ধ আসছে। তখন বাড়িওয়ালা ছাদে গিয়ে ট্যাংকে মরদেহ দেখে পুলিশকে জানায়,' বলেন এসি মাহমুদ।

'পুলিশের ধারণা ২ দিন আগেই তাকে হত্যা করে মরদেহ ট্যাংকে ফেলে দেওয়া হয়। ঘটনার পর থেকেই শিশুসন্তানকে বাড়িওয়ালার কাছে রেখে পলাতক আছে হাসান," বলেন তিনি।

ঘটনাস্থলে পুলিশ সুরতহাল করছে এবং লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Comments

The Daily Star  | English

Police 'foil' Mayer Dak’s programme marking Human Rights Day

A programme of Mayer Dak, a platform for family members of the victims of enforced disappearance, was foiled in the face of police resistance today

34m ago