চট্টগ্রামে র‌্যাবের ওপর হামলায় ৫ জনের কারাদণ্ড

Gavel

২০১৪ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যদের ওপর হামলা ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মিজানুর রহমান, মো. ফারুক মিয়া, ফয়জুল ইসলাম, ইমরুল ইসলাম ও আজাদ মিয়া। এদের মধ্যে মিজানকে দুই বছরের কারাদণ্ড এবং বাকি চারজনকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার মহানগর হাকিম সাদ্দাম হোসেন তাদের দোষী সাব্যস্ত করে এই সাজা দেন।

আদালতের সরকারি কৌঁসুলি নীলু কান্তি দাস বলেন, 'মিজানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও ১৪ দিনের জেল এবং চার জনকে এক হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক মাস করে কারাভোগ করতে হবে।'

রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়। মামলায় রাষ্ট্রপক্ষ থেকে মোট পাঁচজন আদালতে সাক্ষ্য দেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল একে খান এলাকায় একদল মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে যায়। মিজানকে ১০৬ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়। বাকি চার জন তখন র‍্যাবের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় র‌্যাব পাঁচ জনকে গ্রেপ্তার করে এবং পাহাড়তলী থানায় মাদক কারবার ও মারধরের অভিযোগে দুটি মামলা করে।

পুলিশ ২০১৫ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়।

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

2h ago