বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুঁইয়া (৩৭) নিহত হয়েছেন। পুলিশের দাবি, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরে গুলিবিদ্ধ হন তানু ভুঁইয়া। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, 'দুর্বৃত্তের গুলিতে তানু ভূঁইয়া নিহত হয়েছেন। নিহত তানু ভুঁইয়া বিএনপি নেতা। তার বিরুদ্ধে মাদক, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মোট ৮ট মামলা আছে।'

তিনি আরও বলেন, 'বাগেরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অপরাধীকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা জানতে পেরেছি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।'

নিহত তানু ভুঁইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা। তিনি বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

তানুর বড় ভাই আবুল কাশেম সেলিম ভুঁইয়া বলেন, 'আমার ভাইকে ওরা গুলি করে মেরে ফেলেছে।'

নিহত তানু ভুঁইয়ার বোন লোপা বলেন, 'রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বগা ক্লিনিকের দিকে যায় আমার ভাই। কিছুক্ষণ পর ৪টা গুলির শব্দ পাই। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা আমার ভাইকে মৃত ঘোষণা করেন। আমাদের প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।'

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, 'তানু ভূঁইয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

8h ago