কিশোরগঞ্জ থেকে ডা. মির্জা কাউসারকে অপহরণের অভিযোগ

কিশোরগঞ্জ থেকে ডা. মির্জা কাউসারকে (২৮) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে তাকে অপহরণ করা হয়।
ডা. মির্জা কাউসার। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ থেকে ডা. মির্জা কাউসারকে (২৮) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে তাকে অপহরণ করা হয়।

ডা. মির্জা কাউসার রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তার বাড়ি জেলার বাজিতপুর উপজেলার উজানচর এলাকায়। তার স্ত্রী ডা. শিমুল একই হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল সন্ধ্যার দিকে কয়েকজন অপরিচিত ব্যক্তি মাইক্রোবাসযোগে এসে জোরপূর্বক তাকে উঠিয়ে নিয়ে গেছেন বলে কোচিং সেন্টার থেকে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে।'

কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।

Comments