লালমনিরহাটে অফিস থেকে যুবকের মরদেহ উদ্ধার

Lalmonirhat_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের পাটগ্রাম ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানির সুপারভাইজার রবিউল ইসলামের (৩৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পৌরসভার কোটতলী এলাকায় বিএটি কার্যালয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

রবিউল ইসলাম পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতি রাজারহাট এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি টোব্যাকো কোম্পানিটির গোল্ডলিফ সিগারেট সেকশনের সুপারভাইজার ছিলেন।

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানায়, পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় কোম্পানির অফিসের একটি ঘরে প্রায়ই রাত্রিযাপন করতেন রবিউল। রোববার সকালে অন্যান্য কর্মীরা অফিসে এসে রবিউলের মরদেহ ঝুলতে দেখেন। তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা এখনি নিশ্চিত করা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Comments

The Daily Star  | English

HRSS calls 2024 'one of Bangladesh's deadliest'

Rights group calls for enhanced safeguards for women, children and minorities

45m ago