কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৮৫ লাখ টাকা ছিনতাই

আবদুল্লাহপুর বাজারে যাওয়ার পথে ভাওয়ারভিটি এলাকায় ছিনতাই হয়। গুগল ম্যাপ থেকে নেওয়া

ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৮৫ লাখ টাকা ছিনতাই করেছে সংঘবদ্ধ চক্র।

ভুক্তভোগী ব্যবসায়ী কেরামত আলী (৪৫) দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের দড়িগাঁও বাজারে ব্যবসা করেন।

রোববার দুপুরে আবদুল্লাহপুর বাজারের সাউথ বাংলা ব্যাংকের শাখায় টাকা জমা দিতে যাওয়ার পথে ভাওয়ারভিটি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগীর বরাতে ওসি জানান, কেরামত আলী রোববার দুপুরে একটি পিকআপে করে ৮৫ লাখ টাকা নিয়ে আবদুল্লাহপুর সাউথ বাংলা ব্যাংক শাখায় জমা দিতে যাচ্ছিলেন। পিকআপটি ভাওয়ারভিটি এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ লেখা একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে।

মাইক্রোবাস থেকে ওয়াকিটকি, পিস্তলসহ কয়েকজন বেরিয়ে এসে কেরামতকে টাকার ব্যাগসহ মাইক্রোবাসে তুলে নেয়। কেরামত আলী কৌশলে মাইক্রোবাস থেকে নেমে পড়তে সক্ষম হন। তখন টাকার ব্যাগসহ ছিনতাইকারী চক্র মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

এ ঘটনায় রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করাও হয়নি বলে জানান ওসি।

ওসি বলেন, 'এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ও তদন্ত চলমান। ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।' 

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

4h ago