কেরাণীগঞ্জে বিস্ফোরণে দগ্ধ শিশু রোজামনি মারা গেছে

রাজধানীর কেরাণীগঞ্জে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪ বছরের শিশু রোজামনি মারা গেছে।
শিশু রোজামনি। ছবি: সংগৃহীত

রাজধানীর কেরাণীগঞ্জে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪ বছরের শিশু রোজামনি মারা গেছে।

আজ শুক্রবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

রোজামনির দাদা ফরহাদ হোসেন জনি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৫ আগস্ট কেরানীগঞ্জের গদারবাগে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে রোজামনির শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়।

একই আগুনে দগ্ধ হয়ে মারা গেছে রোজামনির বাবা সোহাগ হোসেন (২৫), মা মিনা বেগম (২২), দেড় বছরের বোন তৈয়বা আক্তার, খালা জেসমিন আক্তার (৩৫) ও অষ্টম শ্রেণি পড়ুয়া চাচাতো বোন তিশা আক্তার।

Comments

The Daily Star  | English
Sporshia donates body to science

Sporshia donates body to science

The actress believes that despite the perception that she is not active on social media, she is indeed working diligently. Following the elections, her upcoming film, "Suswagatam," is set to be released.

2h ago