পাচারের সময় বেনাপোলে সাড়ে ১৬ কেজি সোনা জব্দ, আটক ২

ভারতে পাচারের সময় বেনাপোলের আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি সোনার বার জব্দ করেছে বিজিবি।
gold bars
প্রতীকী ছবি। সংগৃহীত

ভারতে পাচারের সময় বেনাপোলের আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি সোনার বার জব্দ করেছে বিজিবি।

বুধবার রাত সাড়ে ৯টায় এসব বার জব্দ করা হয়। এ সময় ২ পাচারকারীকে আটক করে বিজিবি।

আটক ২ জন হলেন চাঁদপুরের মতলবের ওমর ফারুক (২৭) এবং ফরহাদ হোসেন (৩২)।

বিজিবি জানায়, গোপন সূত্রে সোনা পাচারের খবর পেয়ে বিজিবি বেনাপোলের আমড়াখালি সীমান্তে অভিযান চালায়। সেখান থেকে ২ জনকে আটক করে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি সোনার বার জব্দ করা হয়।

 জব্দ সোনার মূল্য সাড়ে ১৬ কোটি টাকা বলে বিজিবি জানায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মিনহাজ আহমেদ সিদ্দিকি জানান, এ ঘটনায় বেনোপোল পোর্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।

Comments