বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

bangladesh-border-guard-1_0_0_1.jpg
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

বেনাপোলের পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি।

আহত আমজাদ আলী (৩২) পুটখালী সীমান্ত সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

আজ সোমবার সকালে সীমান্তের জিরো পয়েন্টে তাকে বিএসএফ সদস্যরা গুলি করে। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে দেশের ভেতরে নিয়ে আসে।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশীদ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

আহতের ভাই আমের আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোববার রাতে আমার ভাই পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যান গরু আনতে। সকালের দিকে গরু নিয়ে ফেরার পথে কালিয়ানী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।'

আমজাদ আলীর বাম পায়ে গুলি লাগে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লে. কর্নেল খুরশীদ আলম বলেন, 'বিএসএফের গুলিতে একজন আহত হয়েছেন। বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। আহতের বাড়িতে লোক পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'
 

Comments

The Daily Star  | English

US senators call for insider trading probe into Donald Trump over tariff pause

The accusations came as Trump posted a few minutes after Wall Street opened that "IT'S TIME TO BUY".

2h ago