চকবাজারে ঘরে ঢুকে বৃদ্ধকে খুন, টাকা-স্বর্ণালংকার লুট

রাজধানীর চকবাজার এলাকায় একটি বাড়িতে ঢুকে বৃদ্ধকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর চকবাজার এলাকায় একটি বাড়িতে ঢুকে বৃদ্ধকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চকবাজারের খাজে দেওয়ান লেনের একটি বাড়ির মালিক হাজী মনসুর আহমেদের (৭৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মনসুরের ছেলে সারোয়ার আহমেদ জানান, খাজে দেওয়ান প্রথম লেনের ৬৯/২ নম্বর ৬ তলা বাড়িটি তাদের। দ্বিতীয় তলায় থাকতেন মনসুর ও তার স্ত্রী। সারোয়ারের ২ ভাই ও ১ বোন অন্য তলায় থাকেন।

গত রাত সোয়া ৯টার দিকে পরিবারের সবাই একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। মনসুর শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তিনি বাড়িতেই ছিলেন। রাত ১২টার দিকে বাড়ি ফিরে ধাক্কা দিয়ে দরজার লক খুলে তারা ভেতরে ঢোকেন তারা। ঘরের ভেতরে মনসুরকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে দেখেন, তার হাত-পা বাঁধা ছিল। ঘরের জিনিসপত্র এলোমেলো, আলমিরা ও শোকেস তছনছ অবস্থায় ছিল—জানান সারোয়ার।

ঘরে কত টাকা ও কী পরিমাণ স্বর্ণালংকার ছিল তা জানাতে পারেননি তিনি।

আব্দুল কাইয়ুম বলেন, ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।

Comments