মরিচের খেতে ৮ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণ

যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তে একটি মরিচ খেত থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
gold bars
প্রতীকী ছবি। সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তে একটি মরিচ খেত থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

গতকাল শনিবার রাতে উপজেলার শাহজাদপুর সীমান্তের শূন্যরেখার কাছে একটি মরিচ খেতের ভেতরে মাটি খুঁড়ে ২টি কাপড়ের ব্যাগ পাওয়া যায়। পরে কাপড়ের ব্যাগ খুলে ৯ কেজি ৩১০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, শনিবার রাতে টহলরত বিজিবি সদস্যরা মরিচ খেতের কাছে দুজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এরপর বিজিবি সদস্যরা তাদেরকে অনুসরণ করতে থাকে।

তিনি বলেন, বিষয়টি চোরাকারবারিরা বুঝতে পেরে, সোনার বারগুলো মাটি খুঁড়ে সেখানে লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মরিচের খেত তল্লাশি করে মাটি খুঁড়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেন। স্বর্ণ উদ্ধারের বিষয়ে চৌগাছা থানায় মামলা হয়েছে।

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago