অপরাধ ও বিচার

হত্যা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা গ্রেপ্তার

বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে ২০১৫ সালের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
নাদিম মোস্তফা। ছবি: সংগৃহীত

বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে ২০১৫ সালের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশ নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে। কয়েক ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দিনকে হত্যার অভিযোগে অভিযুক্ত হন নাদিম মোস্তফা। এক সপ্তাহ পর রাজশাহীর একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর পর আত্মগোপনে যান নাদিম।।

চলতি বছরের মার্চে নাদিমকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই নাদিমকে নিম্ন আদালতে হাজির হতে বলেন হাইকোর্ট।

নির্ধারিত সময়ে নাদিম মোস্তফা আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে নাদিম মোস্তফা পলাতক ছিলেন।

তবে ৩ ডিসেম্বর রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে পুঠিয়া ও দুর্গাপুরে একাধিক দলীয় সভায় যোগ দেন তিনি।

Comments