ভাইয়ের অপহরণকারীদের কাছে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী

স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহৃত ছোটভাইকে মুক্তিপণ নিয়ে ছাড়াতে গিয়ে অপহরণকারীদের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী৷

গতকাল শনিবার এ ঘটনায় মামলার পর উপজেলার শান্তিনগর এলাকা থেকে অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা৷

রোববার অভিযুক্ত দুজনকে রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার তারাবো পৌরসভার শান্তিনগর এলাকার মোয়াজ্জেম সাউদের ছেলে মো. সাগর (২০) ও মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার দুলাল মিয়ার ছেলে মাছুম মিয়া (২১)।

মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর ছোটভাই একজন পিকআপ ভ্যানচালক। শুক্রবার রাত একটার দিকে নরসিংদী থেকে ফেরার পথে তুষার, সাগর ও মাছুম নামে তিন যুবক তাকে আটকে রূপগঞ্জের তারাব পৌরসভার শান্তিনগর এলাকায় নিয়ে যায়৷ পরে অপহরণকারীরা পরিবারকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। রাতে অপহৃতের বোন ২০ হাজার টাকা নিয়ে তার ভাইকে ছাড়াতে যান। এ সময় নারীকে পাশের একটি বাড়িতে ডেকে নিয়ে অজ্ঞাত আরও ৩-৪ জন মিলে মারধর করে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তিন জন সংঘবদ্ধ ধর্ষণ করে৷

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে৷ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

3h ago