রাজবাড়ীর সেই বিএনপি নেত্রীর জামিন বাতিলের শুনানি ২ মাস মুলতবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতিকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি ২ মাসের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ।
সোনিয়া আক্তার স্মৃতি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতিকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি ২ মাসের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। স্মৃতির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

সুপ্রিম কোর্টের আদেশের পর সোনিয়া আক্তার স্মৃতি কারাগার থেকে মুক্তি পেতে পারবেন না বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মো. মোরশেদ।

গত ৫ অক্টোবর শামসুল আরেফিন চৌধুরী নামে স্থানীয় আওয়ামী লীগ নেতা সোনিয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর ফেসবুক পোস্টের অভিযোগে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

ওই ঘটনায় ওই দিনই সোনিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

 

Comments