টিপু-প্রীতি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ১১ জানুয়ারি
আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফরান জামাল প্রীতি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশের গোয়েন্দা বিভাগকে আবারও সময় দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আগামী বছরের ১১ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।
গোয়েন্দা শাখার পরিদর্শক ও হত্যা মামলাটির তদন্তকারী কর্মকর্তা মো. ইয়াসিন সিকদার সময় চেয়ে আবেদন করেছিলেন।
আদালত সূত্র জানিয়েছে, এ নিয়ে অষ্টমবারের মতো সময় নিলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ২৪ মার্চ ঢাকার শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফরান জামাল প্রীতিকে গুলি করে হত্যা করা হয়।
মতিঝিল এজিবি কলোনি এলাকার রেস্তোরাঁ থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের মতিঝিল শাখার সাবেক সাধারণ সম্পাদক টিপুর গাড়ি শাহজাহানপুরে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান জামাল প্রীতিও (২২) গুলিবিদ্ধ হন।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে সুমন শিকদার ওরফে মুসাসহ গ্রেপ্তার ৩ জন হত্যার দায় স্বীকার করেন।
Comments