টিপু-প্রীতি হত্যা: ব্যবহৃত পিস্তল-মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার আরও ৫
রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৫) ও সামিয়া আফরান জামাল প্রীতি (২২) হত্যা মামলায় আরও ৫ আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গতকাল সোমবার যশোরের বেনাপোল ও ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় টিপু-প্রীতি হত্যায় ব্যবহৃত ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন—মো. শামীম হোসাইন, মো. তৌফিক হাসান, মো. সুমন হোসেন, মো. এহতেশাম উদ্দিন চৌধুরী এবং শরিফুল ইসলাম।
গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে আমতলা এলাকায় এলোপাথাড়ি গুলি করে হত্যা করা হয় মো. জাহিদুল ইসলাম টিপুকে। এ সময় পাশে থাকা রিকশারোহী সামিয়া আফরান জামাল প্রীতিও গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় শাহজাহানপুর থানায় হত্যা মামলা হয়েছে।
এ পর্যন্ত মূল শুটার মাসুম মোহাম্মদ আকাশসহ মামলার ২৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
Comments