উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে, গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ গুলি করে ও কুপিয়ে এক রোহিঙ্গা নেতাকে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।
রোহিঙ্গা ক্যাম্প। ছবি: ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে 'আধিপত্য বিস্তারের জেরে' গুলি করে ও কুপিয়ে এক রোহিঙ্গা নেতাকে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।

নিহত মো. শাহাব উদ্দিন (৩৫) বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকের বাসিন্দা মনির আহমদের ছেলে। তিনি ওই সাব-মাঝির (উপ-কমিউনিটি নেতা) দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকে এ ঘটনা ঘটে।

সোমবার রাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে তিনি বলেন, 'ভোর সকালে উখিয়ার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকে মো. শাহাব উদ্দিনকে তার বসত ঘরের পেছনের দরজা ভেঙে ২০ থেকে ৩০ জনের অজ্ঞাত দূর্বৃত্তের দল বের করে আনে। এসময় তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে দুষ্কৃতিকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে শাহাব উদ্দিনের মৃত্যু হয়। হামলায় শাহাব উদ্দিনের বুক ও পেটে ধারালো অস্ত্রের আঘাত এবং গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন দেখা গেছে।'

প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, 'গতকাল বিকালে নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।'

Comments