পঞ্চগড়ে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

পঞ্চগড় পৌরসভার সিনেমা হল মার্কেট এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
গতকাল রাতে এ ঘটনা ঘটে।
নিহত জাবেদ ওমর ওরফে জয় (১৮) পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল ইসলামের ছেলে। পড়ালেখার পাশাপাশি বাজারের একটি ফলের দোকানে কাজ করত সে।
স্থানীয়দের বরাত দিয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান জানান, রাত সাড়ে ৮টার দিকে বাজার এলাকায় একদল যুবকের মধ্যে হাতাহাতি হয়।
একপর্যায়ে কেউ ছুরি দিয়ে জয়ের পেটে আঘাত করে, এতে তার নাড়িভুঁড়ি বেরিয়ে যায়।
স্থানীয়রা তাকে দ্রুত পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জয়ের মরদেহ বাড়িতে আনার পর দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শহরে মিছিল করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
পরে পুলিশ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
ওসি জামান বলেন, 'হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।'
Comments