অপরাধ ও বিচার
ফরিদপুর

ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ফরিদপুরে বিএনপি নেতা উজ্জ্বল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তি, ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার উজ্জ্বল হোসেন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ফরিদপুরে বিএনপি নেতা উজ্জ্বল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'উজ্জ্বল হোসেনের ফেসবুক আইডি থেকে মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে গত ১৪ জুলাই আলফাডাঙ্গা সদর ইউনিয়নের আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগটি তদন্তে আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়।'

তিনি আরও বলেন, 'পরে উজ্জ্বল হোসেনের ফেসবুক আইডি থেকে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচারের অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আজ উজ্জ্বলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।'

আলফাডাঙ্গা থানা সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য সিলেট গেলে এ.কে.এম উজ্জ্বল হোসেন (উজ্জ্বল) ফেসবুক আইডি থেকে 'বন্যা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য হঠাৎ উগান্ডার প্রধানমন্ত্রী হেলিকপ্টার নিয়ে সিলেটে আসেন' শিরোনামে একটি পোস্ট শেয়ার করা হয়।

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আব্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'উজ্জ্বল হোসেন আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির বর্তমান কমিটির নির্বাহী সদস্য।'

Comments