ফারদিন আত্মহত্যা করেছেন বলে প্রতীয়মান হচ্ছে: ডিবি

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজিব আল মাসুদ বলেছেন, এ ঘটনাটি আপাতত আত্মহত্যা বলে প্রতীয়মান হচ্ছে।
ফারদিন। ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজিব আল মাসুদ বলেছেন, এ ঘটনাটি আপাতত আত্মহত্যা বলে প্রতীয়মান হচ্ছে।

এ বিষয়ে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর মিন্টুরোডে ডিবি কার্যালয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ব্রিফ করবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে, একই বিষয় নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ব্রিফ করবেন বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments