পুলিশের কাছ থেকে মাদক চোরাকারবারি ছিনতাই, আহত ৫

Savar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার সাভারের আশুলিয়ায় মাদকসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তারের সময় ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে ১ জনকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, গতকাল বুধবার রাত ১১টার দিকে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ১ উপ-পরিদর্শক ও ২ কনস্টেবল ও পুলিশের ২ সহযোগী আহত হয়েছেন।

আহতরা হলেন- ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ, কনস্টেবল শওকত ও কনস্টেবল হাফিজ।

তিনি বলেন, 'গোপন সংবাদেরভিত্তিতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫২০ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ১০-১৫ জন পুলিশের ওপর হামলা চলিয়ে পুলিশের হেফাজত থেকে ১ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।'

এই পুলিশ কর্মকর্তা জানান, মাদক উদ্ধার ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আশুলিয়া থানায় পৃথক ২ মামলা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

13m ago