রোগীর সঙ্গে প্রতারণা, চমেক থেকে ৩ দালাল আটক

চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

মাত্র কয়েকদিনের ব্যবধানে রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আরও ৩ দালালকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে হাসপাতালের ৬ষ্ঠ তলায় গাইনী ওয়ার্ড থেকে তাদের আটক করে চমেক পুলিশ ফাড়ির সদস্যরা।

আটক ৩ জন হলেন- সোহেল রানা (২৪), ইমতিয়াজ আহমেদ (২১) এবং মো. ইমনকে (২৪)।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সকাল ১০টার দিকে ৩ দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দালালদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।'

এর আগে ১৪ ডিসেম্বর সাহাব উদ্দিন নামে এক দালালকে গাইনী ওয়ার্ড থেকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, দালালদের আটক করতে নজরদারি বাড়ানো হলেও তাদের থামানো যাচ্ছে না। তাদের বিরুদ্ধে রোগী হয়রানিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, চমেক হাসপাতালে বন্দর নগরী ছাড়াও প্রতিদিনই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে কয়েক লাখ রোগী চিকিৎসা নিতে আসেন।

গড়ে প্রায় ৩ হাজার রোগী বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নেন। হাসপাতালটিতে প্রায় ৭০ জনের দালাল সিন্ডিকেটের সঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত বলে অভিযোগ রয়েছে। গাইনী, শিশু, সার্জারি, হৃদরোগ ও অর্থোপেডিক্স ওয়ার্ডে দালাল সিন্ডিকেট সবচেয়ে বেশি সক্রিয়।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

2h ago