পাবনায় ৭ অস্ত্রসহ ব্যবসায়ী আটক

পাবনায় ৭টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার চক পইলানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক হওয়া মো. কিরণ চক পইলানপুর এলাকার একরামুল হক সিদ্দিকির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিলেন।
র্যাব-১২ এর মিডিয়া কর্মকর্তা এএসপি মুহিদুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল মঙ্গলবার ভোররাতে কিরণের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায়। সেসময় তার বাড়ি থেকে ৭টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
Comments