সুনামগঞ্জের ঘিরে থাকা বাড়ি থেকে বিস্ফোরক সামগ্রী উদ্ধার: পুলিশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিস্ফোরক সামগ্রী উদ্ধার করে। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, আখলাকুর রহমানের মালিকানাধীন উপজেলার দিঘলবাক গ্রামের ওই বাড়িটি আজ সকাল ১০টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে। পরে বিকেলে অভিযান শেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সুনামগঞ্জ জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার আখলাকুরের ছেলে আফজাল হোসেনের বিরুদ্ধে সমন নিয়ে ওই বাড়িতে যান জগন্নাথপুর থানার এএসআই মোহাম্মদ নূরে আলম সিদ্দিক।

পুলিশকে দেখে আফজাল বাড়ি থেকে পালিয়ে যান এবং এএসআই বাড়ির ভিতরে কিছু বৈদ্যুতিক ডিভাইস এবং সাদা পাউডার দেখতে পান।

বিষয়টি জানার পর আজ রোববার বোম্ব ডিসপোজাল ইউনিট, স্পেশাল অ্যাকশন গ্রুপ, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), অ্যান্টি টেররিজম ইউনিট এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল বাড়িটিতে যৌথ অভিযান শুরু করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌথ অভিযানে প্রচুর পরিমাণ বিস্ফোরক তৈরির সামগ্রী, কিছু বিস্ফোরক পাউডার এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে একটি মামলা দায়ের প্রক্রিয়া চলমান বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments