বিএনপি অফিসে ভাঙচুরের ঘটনায় ডিবি প্রধানসহ ১০ পুলিশের নামে মামলা

জাসাস, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলের সব কক্ষে পুলিশি অভিযান। ৭ ডিসেম্বর ২০২২। ছবি: আসিফুর রহমান/স্টার

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত বছরের ৭ ডিসেম্বর ভাঙচুরের ঘটনায় গোয়েন্দা পুলিশের প্রধানসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ রোববার অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার দ্য ডেইলি স্টারকে জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাজিমউদ্দিন আলম।

শুনানির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং জানান, আজ দিনের শেষে তিনি এ বিষয়ে আদেশ দেবেন।

 

Comments

The Daily Star  | English

We’re now ready to hand over power to elected representatives

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the interim government is prepared to transfer power to an elected administration.

1h ago