পুলিশের অভিযানের পর বিএনপি কার্যালয়
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নয়াপল্টন এলাকা। সংঘর্ষে নিহত হয় একজন।
বিকেল ৫টা থেকে বিএনপি কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে অন্তত ৩০০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানানো হয়।
ঘটনাস্থল থেকে ডেইলি স্টার সংবাদদাতা জানান, বিএনপি কার্যালয়ে পুলিশের একটি দল প্রবেশ করার পর কার্যালয়ের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। ভেতর থেকে দরজা ভাঙার শব্দ শোনা যায়।
রাত সাড়ে ৯টার দিকে পুলিশের অভিযান শেষ হয়। এসময় বিএনপি কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের কাউকে দেখা যায়নি।
পুলিশের অভিযান শেষে ভেতরে গিয়ে দেখা দেখা ৩-৪টা দরজা ভাঙা, কাগজপত্র এলোমেলো, চেয়ারটেবিল ছড়িয়ে ছিটিয়ে আছে।
পানির বোতলের স্টক দেখা গেছে যুবদলের কার্যালয়ে। জাসাস, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলের সব কক্ষে পুলিশি অভিযান চলেছে।
টিয়ারশেলের ধোঁয়া থেকে বাঁচতে আগুন জ্বালিয়েছিলেন নেতাকর্মীরা। ভেতরে ছাই পড়ে থাকতে দেখা গেছে। কয়েকটি রান্নাঘরে হাড়িপাতিল ছড়ানো ছিল।
Comments