পুলিশের ধাওয়া খেয়ে ফেলে গেল ১ কেজি ১৬২ গ্রাম স্বর্ণ

বেনাপোল সীমান্তের চেকপোস্ট সাদিপুর রাস্তার সেতুর পাশে এক ব্যক্তিকে ধাওয়া করে পুলিশ। ধাওয়া খেয়ে সেই ব্যক্তি সাদা স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। সেই প্যাকেটে পাওয়া যায় ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার।
স্বর্ণ পাচার
বেনাপোলে উদ্ধার করা স্বর্ণের ১০ বার। ২৪ জানুয়ারি ২০২৩। ছবি: স্টার

বেনাপোল সীমান্তের চেকপোস্ট সাদিপুর রাস্তার সেতুর পাশে এক ব্যক্তিকে ধাওয়া করে পুলিশ। ধাওয়া খেয়ে সেই ব্যক্তি সাদা স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। সেই প্যাকেটে পাওয়া যায় ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার।

আজ মঙ্গলবার ভোররাতে বেনাপোলের সাদিপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, 'বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে—এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সীমান্তের চেকপোস্ট সাদিপুর রাস্তার সেতুর পাশে এক ব্যক্তিকে ধাওয়া করে।'

'ধাওয়া খেয়ে সেই ব্যক্তি সাদা স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। সেই প্যাকেটে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।'

সে সময় পুলিশ কাউকে আটক করতে পারিনি উল্লেখ করে ওসি জানান, উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

Comments