চট্টগ্রাম বিমানবন্দরে ‘সোনার পাউডার’ সহ যাত্রী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের পাউডার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের গুঁড়াসহ ৪৫১ গ্রাম স্বর্ণ নিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যদের হাতে আটক হয়েছেন এক যাত্রী।

আটক যাত্রীর নাম মোহাম্মদ নেজাম উদ্দিন। বিমানবন্দরের সূত্রগুলো জানায়, তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আজ সকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রামে অবতরণ করেন। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, নেজাম তার লাগেজে টেপ দিয়ে মোড়ানো ২৩৫গ্রাম সোনার গুঁড়া, ১০০ গ্রাম সোনার অলঙ্কার এবং ১১৬.৫ গ্রাম ওজনের একটি সোনার বার নিয়ে আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এনএসআই সদস্য তার গতিবিধি সন্দেহ করে তাকে চ্যালেঞ্জ করেন এবং ব্যাগ খুলে স্বর্ণের গুঁড়া উদ্ধার করেন। পরীক্ষা নিরীক্ষা করে এনএসআই এটি সোনা বলে নিশ্চিত করে তাকে আটক করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে।

Comments

The Daily Star  | English

Israel claims killing of Palestinian Corps commander in Qom strike

Israel's war with Iran entered its second week on Friday with the Israeli military chief warning of a "prolonged campaign"

5h ago