শাহ আমানত বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণ জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে অবৈধভাবে আনা প্রায় ৩ কেজি স্বর্ণ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে অবৈধভাবে আনা প্রায় ৩ কেজি স্বর্ণ জব্দ করা হয় | ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে অবৈধভাবে আনা প্রায় ৩ কেজি স্বর্ণ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।

আজ মঙ্গলবার রাতে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চট্টগ্রাম অঞ্চল) বশির আহম্মেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় এদিন দুপুরে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, পোশাকের ওপর স্বর্ণের প্রলেপ দিয়ে পাচারের চেষ্টা করছিলেন ওই যাত্রী। চট্টগ্রামের  হাজারীগলির একটি কারখানায় কয়েক ঘণ্টার চেষ্টায় পোশাক থেকে স্বর্ণ আলাদা করা হয়।

বশির আহম্মেদ বলেন, দুবাই এয়ার লাইন্সের যাত্রী মোহাম্মদ জিয়াউল হককে আটক করা হয়েছে। তার বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। জব্দ করা স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার হবে এবং আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

Comments