নয়াপল্টনে সংঘর্ষের মামলায় জামিন পেলেন বিএনপি নেতা সেলিম রেজা
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিবের জামিন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত তার জামিন মঞ্জুর করেন।
একই মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সহযোগী শামসুর রহমান শিমুল বিশ্বাসের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
তাদের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ জানান, গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিভিন্ন কারণে পরপর ৩ দিন তাদের জামিন আবেদন নাকচ করে দেন।
আজ আদালতে জামিন পাওয়া সেলিম রেজার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তার মুক্তিতে কোনো আইনি বাধা নেই।
গত বছরের ৮ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের একদিন পর পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। ওই সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
Comments