জাতীয় ইস্যুতে দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়: তারেক রহমান

তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপি আয়োজিত বিজয় র‌্যালির আগে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, 'আজকের এই বিজয় র‍্যালি দেশের ১৮ কোটি মানুষের মুক্তির মিছিল। ফ্যাসিস্টমুক্ত দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ঘোষণা করেছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের  জুলাই সনদ ঘোষণা করে করা হয়েছে।'

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, 'এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিককামী জনগণকে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে আমরা হাজারো সহযোদ্ধাকে হারিয়েছি।'

'আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা। তবে এ যাত্রা সহজ নয়। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যেন আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে সে বিষয়ে জনগণকে সদা সতর্ক থাকার আহ্বান জানাই,' বলেন তিনি।

তিনি বলেন, 'দেশের গণতন্ত্রকামী জনগণের সামনে অধিকার প্রতিষ্ঠার অপার সম্ভাবনা তৈরির সুযোগ এসেছে।এই সুযোগকে কাজে লাগিয়ে যদি দেশের জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না।'

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, 'যিনি যে রাজনৈতিক দলের সদস্য হোন না কেন, আমাদের অবশ্যই মনে রাখা দরকার ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউ নিরাপদ ছিলাম না। আমাদের সন্তানেরা নিরাপদ থাকতে পারেনি।'

তিনি বলেন, 'একমাত্র গণতন্ত্র ও আইনের শাসনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সেজন্যই আসুন দেশে গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করতে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারের সুষ্ঠু প্রয়োগ ও চর্চা করি।'

'বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে। ভিন্নমত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজন,' বলেন তিনি।

তারেক বলেন, 'অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে। দেশ ও জনগণের কল্যাণে এসব কর্মসূচি বাস্তবায়নে বিএনপি জনগণের সমর্থন ও সহযোগিতা চায়।'

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

28m ago