দিনাজপুরে ২ জনকে হত্যার জেরে অন্তত ৩০ বাড়িতে অগ্নিসংযোগ

ঘোড়াঘাটে হত্যাকাণ্ডের জেরে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে বুধবার ২ জনকে হত্যার ঘটনার জেরে অভিযুক্তের বাড়িসহ আশেপাশের অন্তত ৩০টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার খোদাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘোড়াঘাট ও পলাশবাড়ী ফায়ার সার্ভিস সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ওমর আলী সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে গতকাল সকালে উপজেলার চুনিয়াপাড়া চারমাথা মোড়ে দুপক্ষের সংঘর্ষে ওই এলাকার মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন (২৫) নিহত হন।

এ ঘটনায় মামলা হলে পুলিশ ওমর আলী, তার স্ত্রী মোমেতা বেগম ও পুত্র সামিরুলকে গ্রেপ্তার করে।

ময়নাতদন্তের পর আজ বৃহস্পতিবার দুপুরে নিহতদের জানাজা হয়। জানাজা শেষে দাফনের পর উত্তেজিত জনতা খোদাদাদপুরে ওমর আলীর বাড়িসহ আশপাশের অন্তত ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করে বলে পুলিশ জানায়।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

এতে এসব বাড়ির আসবাবপত্র, মোটরসাইকেল ও কয়েকটি বাড়ির ধানের গোলা পুড়ে গেছে বলে জানা গেছে।

ওসি আবু হাসান কবির বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি র‌্যাব টহল দিচ্ছে।'

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

মনোয়ার ও রাকিবের পরিবারের সঙ্গে ওমর আলীর পরিবারের ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে ওই জমিতে ২ পক্ষ ধারালো অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মনোয়ার নিহত হন এবং আহত অবস্থায় রাকিবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

16h ago