‘চুরিতে বাধা দেওয়ায়’ গৃহবধূকে ট্রাকচাপায় হত্যা

সিরাজগঞ্জের সদর উপজেলার দুর্গম চরে সেলিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জের সদর উপজেলার দুর্গম চরে সেলিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হোসেন আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, আজ ভোররাতে উপজেলার পঞ্চ সারটিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। সেলিনা ওই গ্রামের আমির চানের স্ত্রী।

হোসেন আলী বলেন, 'আজ ভোররাতে সারটিয়া গ্রামে একদল দুর্বৃত্তরা হানা দেয়। আমির চানের বাড়িতে গরুর খামার থেকে দুটি গরু ট্রাকে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে যায়। বাধা দেওয়ার জন্য সেলিনা ও তার ছেলে জুবায়ের হোসেন ট্রাকের সামনে গিয়ে দাঁড়ায়। দুর্বৃত্তরা তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই সেলিনার মৃত্যু হয়। গুরুতর আহত হন জুবায়ের। গ্রামবাসী বের হয়ে ধাওয়া দিলে তারা ট্রাক ফেলে পালিয়ে যায়।'

'জুবায়েরকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ,' বলেন আলী।

Comments